করোনার প্রকোপে উদ্বেগ বাড়ছে উত্তর ত্রিপুরা জেলায় , চিন্তিত প্রশাসন

4th July 2020 9:23 am অনান‍্য
করোনার প্রকোপে উদ্বেগ বাড়ছে উত্তর ত্রিপুরা জেলায় , চিন্তিত প্রশাসন


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : আবারো উত্তর জেলার কদমতলায় করোনা আক্রান্ত এক মহিলা। বহিঃরাজ্য ফেরত মহিলা আক্রান্ত হন কোভিড -১৯ এ। এই নিয়ে পরপর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উত্তর জেলায় চরম আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। একদিকে, বহিরাগত লরি চালকরা রাজ্যে প্রবেশ করছে তাদের শরীরে মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। অপরদিকে, বহিঃরাজ্য কর্মসূত্রে অবস্থানরত  বাসিন্দা ও ছাত্র-ছাত্রীরা রাজ্যে ফিরে আসছে। তাদের শরীরেও মিলছে করোনার উপস্থিতি। গতকাল রাত খবর আসে কদমতলা থানা এলাকার জালাইবাড়ি গ্রামের  বাসিন্দা  করোনা আক্রান্ত।  গত মাসের শেষ দিকে মহিলা ও তার স্বামী  ব্যাঙ্গালোর থেকে প্লেনে করে আগরতলা পৌঁছান। সেখানে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তারপর ঐ দম্পতি বাড়িতে আসেন । মহিলা করোনা আক্রান্ত বলে পজেটিভ রিপোর্ট আসে।  জেলার স্বাস্থ্যকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে কুমারঘাট কোভিড হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলবে। এদিকে, ওনার  স্বামীকেও পুনরায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তাছাড়াও তাদের পরিবারের আরও আট জন সদস্য রয়েছেন তাদের আপাতত হোম কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে। জানা যায় তাদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হবে। তবে এই নিয়ে পরপর করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উত্তর জেলাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। পিছিয়ে নেই গোটা রাজ্যও। অবশ্য করোনার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।তবে এখনো অধিকাংশ হাটবাজারে সচেতনতার অভাব দেখা দিচ্ছে।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।